Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রাচ্যনাটের নতুন নাটক পলিথিন হাউজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

তারুণ্যনির্ভর নাট্যদল প্রাচ্যনাট তাদের নতুন নাট্য প্রযোজনা ‘পলিথিন হাউজ’ মঞ্চস্থ করতে যাচ্ছে। নাট্য নির্দেশক আজাদ আবুল কালাম-এর রচনায় নাট্য প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন মো. সাইফুল ইসলাম। আগামী ২৫ এপ্রিল সন্ধ্যা ৭.৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটির মূল বিষয় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীদের সংকটময় জীবনযাপন নিয়ে। নাট্য প্রযোজনাটির সহকারী নির্দেশনায় রয়েছেন মোঃ শওকত হোসেন সজিব। অভিনয় করেছেন রকি খান, শর্মি, শাহীন, তাহাদিল, প্রিয়ম, শর্মিলা, সাদি, শ্রাবণ শামীম, বুলবুল। উল্লেখ্য, নাটকটি ইতিমধ্যে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৮-তে মঞ্চায়িত হয়েছে। সেখানে নাটকটি দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাউজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ