Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাগে ৩৫ দাবিকারী ৭ চাকরিপ্রার্থী আটক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত ৭ চাকরিপ্রার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে শাহবাগে জড়ো হয়ে মানববন্ধনের প্রস্তুতি নিলে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের মুক্তিসহ অন্যান্য দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাষ্কর্যের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। আটককৃত শিক্ষার্থীরা হলেন, বিনয় বিশ্বাস,হারুন অর রশীদ, শামীম রেজা, আনিসুল হক, আরিফুল ইসলাম, আরিফ হোসেন ও মনসুর আলম। তবে পুলিশ বলছে আটক নয় বরং রাস্তা অবরোধ করার আশঙ্কায় জিঙ্গাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়।
সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে প্রতেবদন লেখার আগ পর্যন্ত আটককৃতদের ছেড়ে দেয়া হয়নি বলে জানা যায়। অন্যদিকে তাদের ছাড়ার আগ পর্যন্ত রাজু ভাষ্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। ৩৫ আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক নাসিম বলেন, যতক্ষন পর্যন্ত আটককৃতদের থানা থেকে ছেড়ে না দেওয়া হবে; আমরা এই স্থান ত্যাগ করব না। বিক্ষোভে থাকা অন্য যুগ্ম আহ্বায়ক সুদীপ পাল বলেন, শনিবার বিকেলে শাহবাগে মানববন্ধনের প্রস্তুতি নিলে তা শুরুর আগেই সেখান থেকে তাঁদের ৭ জনকে পুলিশ ধরে নিয়ে যায়। দাবি আদায় না হলে আন্দোলনকারীরা আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, শাহবাহসহ আশপাশের রাস্তায় মেট্রোরেলের কাজ চলায় এখানে কেউ রাস্তা অবরোধ করলে চরম জনদুভোর্গেও সৃষ্টি হবে। আর ৩৫ আন্দোলনকারীরা শাহবাগে কর্মসূচি পালন করতে এলেই রাস্তা অবরোধ করে। তাই আমরা তাদের কয়েকজনকে কথা বলার জন্য থানায় নিয়ে আসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরিপ্রার্থী আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ