Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির ভুলের জন্য দুঃখ প্রকাশ

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

“সংযোগ নেই তবু বিদ্যুতের বকেয়া বিলের মামলায় দিনমজুর মো. আ. মতিন কারাগারে”-শিরোনামে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদটি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নজরে আসে। উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। ২০১৫ সালে জনাব মো. আ. মতিনের ঘরে বিদ্যুৎ সংযোগ না দিয়ে তার নামে বরাদ্দকৃত মিটারটি প্রতিবেশী জনাব মো. শফিকুল ইসলামের ঘরে স্থাপন করা হয়। তারপর থেকে বিদ্যুৎ জনাব মো. শফিকুল ইসলাম ব্যবহার করলেও বিদ্যুৎ বিল জনাব মো আ. মতিনের নামে প্রদান করা হয়ে আসছিল। যা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণের দায়িত্ব পালনে চরম অবহেলা। বিদ্যুৎ বিল অপরিশোধিত থাকায় জনাব মো. আবদুল মতিনের নামে মামলা করার কারণে এ অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনার সৃষ্টি হয়। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা পল্লী বিদ্যুৎ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ