বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৈনিক ইনকিলাব পত্রিকায় ২০ এপ্রিল প্রথম পাতায় ‘নিষ্প্রাণ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা ক্ষোভ ঝাড়লেন শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন ৩১০, মহিলা আসন-১০-এর পি.এ জয়ন্ত ভট্টাচার্য্য। প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেছেন কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীসহ সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন এবং কমিটি ঘোষণার দাবিতে কেন্দ্রীয় নেতাদের গাড়ীর সামনে শুয়ে অবস্থানের ঘটনা ঘটেনি। তিনি সংবাদটিকে একপেশে উল্লেখ করে বলেছেন তাদের কারো বক্তব্য প্রতিবেদনে প্রকাশ হয়নি।
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদটি একটি সম্মেলনের। সাধারণত, ইতঃপূর্বে দেখা গেছে কুমিল্লায় আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠনের সম্মেলন বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে মহানগর মহিলা লীগের সম্মেলনটি ছিল সাধারণ মানের। সংবাদটি কাউকে খুশি বা আঘাত করার উদ্দেশ্যেই করা হয়নি। প্রতিবেদনে কেন্দ্রীয় নেতারা সম্মেলন নিয়ে যে মনোভাব প্রকাশ করেছেন তা-ই তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ২৭টি ওয়ার্ডের মধ্যে ৬/৭/৮ নম্বর ওয়ার্ডের প্রতিনিধিদের উপস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বাকি সব ওয়ার্ড থেকে কম লোকসংখ্যা এবং সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত কোন মহিলা কাউন্সিলর সম্মেলনে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তার বক্তব্যে। এসব বিষয়গুলোই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সম্মেলনে কুমিল্লা প্রেসক্লাবে কোন আমন্ত্রণ কার্ডই সাংবাদিকদের নামে দেয়া হয়নি। সম্মেলনের দিন সকালে লোকমুখে শুনে স্থানীয় পত্রিকার কেউ কেউ গিয়েছেন। কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা না করে ঢাকায় ফেরার উদ্দেশ্যে গাড়ী চড়ে বসলে তাদের গাড়ীর সামনে মহিলা লীগের কয়েকজন কর্মী রাস্তায় শুয়ে কমিটি ঘোষণার জন্য দাবি করেছেন এমন দৃশ্যের ভিডিও ধারণ অনেকে করেছেন। আর প্রতিবেদনে সম্মেলনের সভাপতি কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোবেদা খাতুন পারুলের বক্তব্য ছাপা হয়েছে। তিনি তার বক্তব্যে সম্মেলন সফল হয়েছে বলে দাবিও করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।