Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুলারের রিপোর্টে ইউএই’র ক্ষমতাশালী যুবরাজের নাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের রিপোর্ট প্রকাশিত হয়েছে। এ রিপোর্টে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অন্যতম ক্ষমতাশালী নেতা আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নাম রয়েছে। আবুধাবির যুবরাজকে আমিরাতের প্রতিদিনের শাসক বলে গণ্য করা হয়। তিনিই একমাত্র বিশ্ব নেতা যার নাম মুলারের ৪৪৮ পৃষ্ঠার রিপোর্টের শেষদিকে অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৭ সালে সিচেলেসে ট্রাম্পের একজন সহযোগী ও ভ্লাদিমির পুতিনের এক রুশ মাধ্যমের মধ্যে বৈঠক অনুষ্ঠানে তার রহস্যময় ভ‚মিকার কারণে এ রিপোর্টে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও রাশিয়ার মধ্যে ইউএই কেন মধ্যস্থতা করতে গেল, তা রিপোর্টে বলা হয়নি অথবা এড়িয়ে যাওয়া হয়েছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ