মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেক্সিকোর একটি বারে বন্দুকধারী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও এক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় শুক্রবার রাতে ভেরাক্রুজ রাজ্যের মিনাটিটলান শহরের ওই বারটিতে এ হামলা চালানো হয়। রাজ্যের একজন মুখপাত্র এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে এক ব্যক্তির খোঁজে বারটিতে হাজির হয়ে আকস্মিকভাবে হামলা চালায় সে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। টুইটারে দেওয়া এক পোস্টে হামলার সত্যতা নিশ্চিত করেছেন রাজ্যের নিরাপত্তা বিভাগের প্রধান হুগো গুতিরেজ। হামলাকারীকে গ্রেফতারে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।