মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়া যুদ্ধে অংশ নেওয়া কসোভোর জিহাদিদের পরিবারের কয়েক ডজন নারী ও শিশুকে দেশে ফিরিয়ে নিয়েছে কসোভো। শনিবার বিমানযোগে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। কসোভোর আইনমন্ত্রী আবেলরাদ তাহিরি বলেছেন, ‘সিরিয়া থেকে আমাদের কিছু নাগরিকদের ফিরিয়ে আনার পরিকল্পনা সফলভাবে সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে দুইটি বাসযোগে পূর্বনির্ধারিত গন্তব্যে নিয়ে আসা হয় জিহাদিদের পরিবারের সদস্যদের। সেখানে তাদের পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। ২০১২ সাল থেকে নারী ও শিশুসহ কসোভোর তিন শতাধিক নাগরিক সিরিয়ায় পাড়ি দিয়েছেন বলে ধারণা করা হয়। এদের মধ্যে অন্তত ৭০ জন পুরুষ সিরিয়ার যুদ্ধে অংশ নেয়। ১৫০ জনের মতো নারী ও শিশু আইএসের যুদ্ধক্ষেত্রে নিখোঁজ হন। কসোভোর জনসংখ্যার ৯০ শতাংশ মুসলিম হলেও দেশটিতে ইসলামের প্রভাব কম। নাগরিকরা দৃশ্যত ধর্মনিরপেক্ষ মতবাদে
বিশ্বাসী। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।