Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৮ সন্তান সাথে নিয়ে ভোট দিলেন বাবা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়েছে গত বৃহস্পতিবার। এদিন ৪৮ জন সন্তানকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন এক বাবা। দেশটির মহারাষ্ট্রের অমরাবতীতে এ ঘটনা ঘটেছে। শঙ্কর পাপা পাপকর নামে ওই ভোটার একজন সমাজসেবী। অনাথ শিশুদের দেখাশোনা করেন তিনি। বছরের পর বছর ধরে এই কাজটাই করছেন শঙ্কর। বৃহস্পতিবার তার অনাথ আশ্রমের ৪৮ জন অনাথ প্রথমবার ভোট দিলেন। তাদের নিয়েই অমরাবতীর ভোটকেন্দ্রে যান শঙ্কর। এই অনাথরা তাকে বাবা বলেই ডাকেন। এরইমধ্যে এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে, লাটুরে ১০৫ বছরের বৃদ্ধা কাবাই বাই গণপতি কাম্বলে হুইল চেয়ারে করে ভোট দেন। ঠিকমতো চোখে দেখতে পান না তিনি। তবুও প্রবল উৎসাহে ভোট দিতে এসেছিলেন। তার সঙ্গেও ছিলো এক গাদা সন্তান-সন্ততি ও নাতি-নাতনিরা। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ