Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইএসের হামলায় চার সেনা কর্মকর্তাসহ ২৭ যোদ্ধা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

ইসলামি স্টেট জিহাদিদের হামলায় সিরীয় সরকারপন্থী ২৭ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার হোমস প্রদেশের মরুভূমিতে এ হামলার ঘটনা ঘটেছে। আইএস খেলাফতের বিরুদ্ধে অভিযানে এ যাবতকালের সবচেয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন আসাদপন্থী যোদ্ধারা। ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে সিরিয়ার চার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা রয়েছেন। আইএসের প্রপাগান্ডার ওয়েবসাইট আমাক জানিয়েছে, তাদের যোদ্ধারা এই হামলা চালিয়েছে। গত মাসে কুর্দিশ নেতৃত্বাধীন বাহিনীর হামলায় আইএসের খেলাফতের শেষ জায়গাটি থেকেও তাদের উৎখাত করা হলে সিরিয়া এবং ইরাকের মরুভূমি ও পাহাড়ে আশ্রয় নিয়েছেন তারা। অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান বলেন, আইএস খেলাফত পতনের ঘোষণা দেয়ার পর সিরীয় বাহিনীর ওপর এটা সবচেয়ে বড় আঘাত ও ব্যাপক প্রাণহানি। এ সংঘাতে ছয় আইএস যোদ্ধাও নিহত হয়েছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ