মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ সুদানে তিন দশক ক্ষমতায় থাকার পর প্রেসিডেন্ট উমর আল বশির যুগের অবসান হয়েছে। ব্যাপক গণবিক্ষোভের মুখে বশিরকে সরিয়ে দেয়া হলেও তার স্থলে সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার জায়গা নিয়েছে। তবে দেশটির জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য একটি বেসামরিক অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে এখনো বিক্ষোভ অব্যাহত রেখেছে। এ অবস্থায় বশির সরকারের অন্যতম মিত্র তুরস্ক দেশটিতে শান্তিপূর্ণ পালাবদল চেয়েছে। তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আনাদোলু এ খবর দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্ক বলেছে, বেসামরিক শাসন প্রতিষ্ঠায় সুদানের জনগণের আকাক্সক্ষাকে তুরস্ক সবসময়ই সমর্থন করে। দেশটির এমন অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন তুরস্কে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত ইউসুফ আহমেদ আল তাইয়েব এল কোরদোফানি। তিনি বলেছেন, সুদানি জনগণের প্রতি তুরস্কের সমর্থনকে আমরা স্বাগত জানাই। তুরস্কের রাজধানী আঙ্কারায় ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক থিঙ্কিং আয়োজিত এক সভায় কোরদাফানি এমন মন্তব্য করেন। তিনি বলেন, তুরস্ক ও সুদানের মধ্যে দারুণ এই সম্পর্ক অব্যাহত থাকবে। সুদানের জনগণ বড় রক্তপাত ছাড়াই দেশের শাসকদের পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এখন মিলিটারি কাউন্সিল বলছে, তারা আগামী দুই বছর দেশের শাসন ক্ষমতায় থাকবে। এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হবে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।