Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাধার পিঠে সওয়ার ইভিএম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

মোট ভোটারের সংখ্যা বড়জোর ৭০০। কিন্তু ভোট দেওয়ার জন্য তাদের নির্ভর করতে হয় গাধার উপর। ভারতের পেন্নাগারামের ধর্মপুরী লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোট্টুর গ্রামে বছরের পর বছর ধরে এটাই হয়ে আসছে। গাড়ি চলাচলের রাস্তা না থাকায় গাধার পিঠে করে ইভিএম নিয়ে আসা হয় এই ভোটকেন্দ্রে। ইভিএমবাহী এই চারটি গাধার নাম আবার তামিল সুপারস্টারদের নামে- রজনী, কমল, অজিত ও বিজয়। পার্শ্ববর্তী কারাগুর গ্রামের বাসিন্দা সি চিন্নাস্বামী এই চারটি গাধার মালিক। তিনি বলেন, ‘১৯৭০ থেকে নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার কাজ করছি। আর তা সম্ভব হচ্ছে আমার গাধাগুলির জন্য। তা না হলে গ্রামবাসীরা ভোট দিতে পারবে না।’ নির্বাচন কমিশন এক দিনের জন্য প্রতি গাধা পিছু ২০০০ টাকা করে দেয় চিন্নাস্বামীকে। যেমন বুধবার সন্ধেয় ভোটকেন্দ্রে ইভিএম পৌঁছে দিয়েছে গাধাগুলি। আবার বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোট মিটে যাওয়ার পর ইভিএম মেশিনগুলি নিয়ে ৪ ঘণ্টা পথ অতিক্রম করে নিকটবর্তী হাইওয়েতে পৌঁছে দিয়েছে গাধাগুলি। তারপর সরকারি গাড়িতে ইভিএম নিয়ে যাওয়া হয়েছে। পার্শ্ববর্তী কৃষ্ণগিরিতে আবার সরকারী কর্মীরাই মাথায় করে ইভিএম নিয়ে গেছেন ভোটকেন্দ্রে। সেখানেও গ্রামের ভিতরে গাড়ি প্রবেশ করতে পারে না। এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বারবার বলা সত্তে¡ও পাকা রাস্তা তৈরি করে দেয়নি প্রশাসন। এই গ্রামেও প্রায় ৭০০ ভোটার রয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ