মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত কোনো লঙ্গরখানা নয়, আর তাই অবৈধ অভিবাসীদের কোনোভাবেই ঠাঁই দেয়া হবে না। এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাইমস নাউ টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে নাগরিকত্ব সংশোধন বিল প্রসঙ্গে মোদি বলেন, আদালতের নির্দেশেই তার সরকার নাগরিকত্ব সংশোধন আইন পাস করেছে। এদিকে, পাল্টা সমালোচনা করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়ে নির্বাচনে জিততে জাতীয় নিরাপত্তার কথা বলে সা¤প্রদায়িকতাকে উসকে দিচ্ছেন নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হলেও ভাটা নেই নির্বাচনী প্রচারণায়। ভোটারদের মন জয় করতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেশটির রাজনৈতিক দলের নেতারা। তারই ধারাবাহিকতায় শুক্রবার কর্ণাটক রাজ্যে একাধিক নির্বাচনী জনসভায় অংশ সেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বর্তমান সরকারের কঠোর সমালোচনা কোরে রাহুল বলেন, নরেন্দ্র মোদি গত পাঁচ বছরে শুধু প্রতিশ্রুতিই দিয়ে গেছেন, এর ছিটে-ফোটাও বাস্তবায়ন করেননি। লোকসভা নির্বাচনের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার টেলিভিশন সাক্ষাতকার দেন প্রধানমন্ত্রী মোদি। এসময় কাশ্মীর ইস্যুসহ বিভিন্ন প্রশ্নের সোজাসাপটা জবাব দেন তিনি। এছাড়া, বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের বিষয়ে আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন মোদি। এদিকে, কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনী দায়িত্ব পালনের সময় বিজেপির কথা না শোনার পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে এক জনসভায় মমতা বলেন, কোনো দলের হয়ে নয় বরং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নিরাপত্তা বাহিনীকে। টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।