Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সমাপ্ত

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর ২৫ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এই উৎসব শুরু হয় ২৫ জানুয়ারি। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু ও কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আবেদ আলী। উৎসবসূচিতে ছিল র‌্যালি, আলোচনাসভা, গুণিজন সংবর্ধনা, স্কুল পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, লাঠিখেলাসহ গ্রামীণ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও পালাগান। এ বছর দিশারী সম্মাননা পেয়েছেন লোক সংগীতে মো: কছিমুদ্দিন (মরণোত্তর), অনন্ত কুমার দেব  ও খন্দকার মো: আলী সম্রাট, নাট্যচর্চায় মো: ফেরদৌস আলী (মরণোত্তর), দেবব্রত বক্সি বুলবুল এবং সাহিত্য ও সংগঠনে আব্দুল খালেক ফারুক। দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি জানান, উৎসবে কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার বিভিন্ন সংগঠন অংশ নেয়। প্রতিদিন বিপুলসংখ্যক দর্শক উৎসবের অনুষ্ঠানমালা উপভোগ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সমাপ্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ