মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৃহস্পতিবার দেশের দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ হয় শ্রীনগর কেন্দ্রেও। কিন্তু এখানকার ৫০টি বুথে সারাদিনে একটিও ভোট পড়েনি। শ্রীনগরের অন্য বুথগুলিতেও ভোটদানের হার ছিল নেহাথই নগন্য।
আটটি বিধনসভা আসন নিয়ে গঠিত শ্রীনগর লোকসভা কেন্দ্র। এডিগা, খানিয়ার, হাব্বা কাডাল এবং বাতমালু এলাকার বুথগুলিতে ভোটের হার হয় শূন্য। শ্রীনগরের একমাত্র সোনাওয়ারে ভোটের তুলনায় একটু বেশি, ১২%। এই সোনাওয়ার থেকেই ভোট দেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং ওমর আবদুল্লা। অন্য কোথাওই ভোটের হার দুই অংকের ঘরে পৌঁছয়নি।
শ্রীনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গান্দেরবাল জেলার ২৭টি বুথ এবং বুদগাঁও জেলার ১৩টি বুথে বৃহস্পতিবার সারাদিনে একটাও ভোট পড়েনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।