মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সবমিলিয়ে ৬৭.৮৪ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফায় ভারতে ১১টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৯৫ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানানো হয়, দ্বিতীয় দফায় সবমিলিয়ে ভোটের হার ছিল ৬৭.৮৪ শতাংশ। তবে কমিশনের ধারণা, ভোটের হার আরও কিছুটা বাড়বে। ২০১৪ সালে দ্বিতীয় দফার এই কেন্দ্রগুলিতে ভোটের হার ছিল ৬৯.৬২ শতাংশ। গত ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ৯১টি নির্বাচনী কেন্দ্রে ভোট পড়ে ৬৯.৪৩ শতাংশ। এদিন দ্বিতীয় দফায় দেশের ১৫.৫২ কোটি ভোটারের জন্য ১.৭৮ লক্ষ ভোটগ্রহণ কেন্দ্রের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। এই দফায় ভাগ্যনির্ধারণ হবে ১৫৯৬ জন প্রার্থীর। ভারতে লোকসভা নির্বাচনে আরো পাঁচ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।