মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিগত সহিংসতা নিরসনে ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীসহ পুরো সরকারই ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছে। শুক্রবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। এর আগে গত বুধবার দেশটির সংসদ সদস্যরা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী সুমেলু বুবে মিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেতা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘খুব শিগগির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। সব রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন সরকারও গঠন করা হবে।’ গত মাসে মালির মোপ্তি এলাকায় চরমপন্থী বিদ্রোহীদের হামলায় ফুলানি গোষ্ঠীর ১৬০ পশুপালক নিহত হন। এর পর থেকেই সহিংসতা নিরসনে ব্যর্থতার জন্য সরকারের ওপর চাপ বাড়তে থাকে। অস্ত্রধারী ওই হামলাকারীরা দোগোন জাতিগোষ্ঠীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফুলানি গোষ্ঠীর সঙ্গে দীর্ঘকালের দ্ব›দ্ব আছে এ গোষ্ঠীটির। ওই ঘটনার পর সারা দেশের মানুষ ফুঁসে ওঠে। এর প্রতিবাদে চলতি মাসের ৫ তারিখে হাজার হাজার মানুষ রাজধানী বামাকোর রাস্তায় নেমে আসে। গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট জানান, তিনি দেশের মানুষের ক্ষোভের কথা শুনেছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।