Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যন্ত্রাংশ চুরির সময় আটক

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামীণফোনের টাওয়ারের যন্ত্রাংশ চুরি করার সময় পিন্টু (২৮) নামে এক চোর আটক হয়েছে। বুধবার রাত ১টার সময় উপজেলার ফিলিপনগর বাজারের গ্রামীন ফোনের টাওয়ারে উঠে চুরি করার সময় স্থানীয় জনগনের হাতে সে আটক হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, চোর পিন্টুর নেতুত্বে ৩-৪ জনের সঙ্গবদ্ধ চোর গ্রামীণফোনের টাওয়ারে উঠে মূল্যবান যন্ত্রাংশ চুরি করতে থাকে। এ সময় এলাকাবাসী জানতে পেরে চোরদের ধাওয়া দেয়। পালানোর সময় পিন্টু জনতার হাতে আটক হলেও বাঁকীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী পিন্টুকে গণধোলাই দিয়ে তাকে পুলিশে না দিয়ে হাত-পা বেঁেধ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকিয়ে রাখে। পিন্টু একই এলাকার চাঁদ আলীর প্রামাণিকের ছেলে। চোর আটকের বিষয়ে দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এলাকাবাসীর হাতে চোর আটক হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম পুলিশের নিকট চোরকে সোপর্দ না করে নিজ হেফাজতে রাখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যন্ত্রাংশ চুরির সময় আটক

২৯ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ