নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল করিম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁদাবাজির একটি মামলায় বৃহস্পতিবার বিকালে নগরীর পাইকপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এলাকায় ‘ডিশ বাবু’ হিসেবেই পরিচিত আবদুল করিমের পক্ষে আদালতে কোনো আইনজীবী জামিন আবেদন না করায় আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, সর্বশেষ ডিশ বাবুর বিরুদ্ধে আমাদের কাছে যে মামলা হয়েছে সেটা হচ্ছে, তিনি ডিশ ব্যবসা করেন সদর থানায়, কিন্তু বন্দর থানায় ডিশ দখল করতে গিয়ে ওই এলাকার যে ডিশ ব্যবসায়ী আছে, তাদের মারধর করেছে তার লোকজন। সে কারণে তাদের বিরুদ্ধে ওই এলাকার লোকজনই চাঁদাবাজির মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে ডিশ বাবু গ্রেফতার হয়েছেন।