Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জের কাউন্সিলর ‘ডিশ বাবু’ গ্রেফতার

নারায়গঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ২:১২ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল করিম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
 
চাঁদাবাজির একটি মামলায় বৃহস্পতিবার বিকালে নগরীর পাইকপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এলাকায় ‘ডিশ বাবু’ হিসেবেই পরিচিত আবদুল করিমের পক্ষে আদালতে কোনো আইনজীবী জামিন আবেদন না করায় আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।
 
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, সর্বশেষ ডিশ বাবুর বিরুদ্ধে আমাদের কাছে যে মামলা হয়েছে সেটা হচ্ছে, তিনি ডিশ ব্যবসা করেন সদর থানায়, কিন্তু বন্দর থানায় ডিশ দখল করতে গিয়ে ওই এলাকার যে ডিশ ব্যবসায়ী আছে, তাদের মারধর করেছে তার লোকজন। সে কারণে তাদের বিরুদ্ধে ওই এলাকার লোকজনই চাঁদাবাজির মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে ডিশ বাবু গ্রেফতার হয়েছেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ