বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রতিবছরের মতো এবারো সফলতার সঙ্গে শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর কমডোর সোয়াড্স কমান্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্পেশাল ফোর্সের যৌথ মহড়া। বৃহস্পতিবার চট্টগ্রামের ডাঙ্গারচরে নৌকমান্ডো ঘাঁটি বানৌজা নির্ভীকে ‘টাইগার শার্ক’ নামের এ মহড়ার সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এ্যাডমিরাল এম আবু আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ নৌ কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন। আইএসপিআররের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অনুষ্ঠানে সমাপনী ভাষণে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের নৌকমান্ডোদের দক্ষতা ও সাহসের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন ও একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এসময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌ কমান্ডোদের অংশগ্রহণে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। ২০০৯ সালের নভেম্বর থেকে নিয়মিত বাংলাদেশ নৌবাহিনী প্রতিবছরই এ মহড়া আয়োজিত হচ্ছে। গত ২৪ মার্চ এ বছরের মহড়া শুরু হয়। চট্টগ্রাম ও কাপ্তাইয়ে অবস্থিত নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে এর প্রশিক্ষণ কার্যক্রম চলে। এবারের মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর সোয়াড্স-এর দুই কর্মকর্তাসহ ৩০ জন নৌকমান্ডো অংশ নেন।-আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।