Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রীনগরে বাস থেকে জাটকা জব্দ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে গত বুধবার সন্ধ্যায় যাত্রীবাহি বাস থেকে ৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ ও বাসের সুপারভাইজারকে আটক করেছে হাইওয়ে পুলিশ। পরে আটক সুপারভাইজার রিয়াজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামে যাত্রীবাহি বাস থেকে ৫০০ কেজি জাটকা জব্দ ও বাসের সুপারভাইজার রিয়াজুল ইসলামকে আটক করে।
হাষাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট এএইচএম শামীম আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকার যাত্রাবাড়িগামী বরিশাল এক্সপ্রেস নামে যাত্রীবাহি বাসে হাইওয়ে পুলিশ সদস্যরা তল্লাসি চালায়। এ সময় ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় বাসটির সুপারভাইজারকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বরিশাল এক্সপ্রেস বাসের সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমদের মাঝে বন্টন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাটকা জব্দ

২৪ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২
১৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ