Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যা মামলায় গ্রেফতার ২ : রহস্য উদঘাটনের দাবি

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বগুড়ার পুলিশ সুপার আশরাফ আলী ভুঞা গতকাল বৃহষ্পতিবার তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিং এ ১৪ এপ্রিল রাতে নিহত বিএনপি নেতা এ্যাড. মাহাবুব আলম শাহীন হত্যাকান্ডের রহস্য উদঘাটনের দাবি করেছেন। এক লিখিত বক্তব্যে জানান, কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া রাসেল ওরফে বাঙালী (২৮) ও এজাহার ভুক্ত আসামী পায়েল শেখ (৩৮) কে গ্রেফতার ও হত্যাকান্ডি ব্যবহ্যত একটি পালসার মোটর বাইক ও উদ্ধার করা হয়েছে। বিফ্রিং এ এসপি আরও জানিয়েছেন, গ্রেফতারকৃতরা এই হত্যাকান্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন পর্বের সবকিছু খুলে বলেছে পুলিশের কাছে।

বৃহস্পতিবারই তাদেরকে কোর্টে পাঠিয়ে অধিকতর তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও তিনি জানান। ব্রিফিংকালে সিনিয়র পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ