প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টেলিভিশন নাট্যকার সংঘ নিজেদের সদস্যদের নাটক নিয়ে স্ক্রিপ্ট ব্যাংক গঠন করেছে। সম্প্রতি সংগঠনটির বর্ষপূর্তি অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক এজাজ মুন্না জানান, স্ক্রিপ্ট ব্যাংক থেকে সদস্যদের লেখা নাটকগুলো জুড়ি বোর্ড কর্তৃক বাছাই হয়ে প্রতি মাসে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। নাট্যকার সংঘের সাংগঠনিক সম্পাদক আজম খান জানান, যে সকল নাট্যকারদের নাটক টিভি চ্যানেলে প্রচারের জন্য নির্বাচিত হবে তাদেরকে উপযুক্ত সম্মানী প্রদান করা হবে। এতে করে যে সকল নাট্যকার ভালো নাটক লিখছেন তারা উৎসাহিত হবেন ও নিয়মিত কাজের সুযোগ পাবেন। টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজার সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ড. এনামুল হক, ঝুনা চৌধুরী, বর্ষপূর্তি উৎযাপন কমিটির আহবায়ক ও নাট্যকার সংঘের সহ-সভাপতি বৃন্দাবন দাস, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশনের সভাপতি ইরেশ যাকের, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, আরটিভির হেড অব প্রোগ্রাম দেওয়ান শামসুর রাকিব, মাছরাঙা টিভির সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম) আরিফুর রহমান, এশিয়ান টিভির উপদেষ্টা হাসান জাহাঙ্গীরসহ সংগঠনের সদস্যগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।