Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হয়েছে শাহনাজ রহমান সুমির না বলা ইচ্ছেরা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

সম্প্রতি জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ভারতের ইনরেকো-এর ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী শাহনাজ রহমান সুমির একক অ্যালবাম ‘না বলা ইচ্ছেরা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, নজরুল সংগীত শিল্পী সুজিত মুস্তাফা, সালাউদ্দীন আহমদ, সংগীত শিল্পী তপন চৌধুরী, নাট্য অভিনেতা মানস বন্দোপাধ্যায় ও শিল্পী সুমিসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সংগীত কলেজের উপাধ্যক্ষ ইন্দু প্রভা দাস। সুমির এটি একক আধুনিক গানের অ্যালবাম। অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন উদয় বন্দোপাধ্যায় (কলকাতা)। অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মারিল্যান্ড এবং নিউইয়র্কে বাংলাদেশিদের বিভিন্ন অর্গানাইজেশনের আয়োজনে শাহনাজ সুমি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন গত দুই দশক ধরে। অল ইন্ডিয়া ক্লাসিক্যাল মিউজিক ক¤িপটিশনে প্রতি বছর বিচারকের দায়িত্ব পালন করছেন গত তিন বছর ধরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: না বলা ইচ্ছেরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ