Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হয়েছে ঢাকা মেট্রোর থিম সং

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালনায় শীর্ষস্থানীয় বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই’-তে স্ট্রিম করা হচ্ছে এর প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’। সম্প্রতি শিল্পী তৌফিকের কণ্ঠে ওয়েব সিরিজটির অফিসিয়াল থিম সং ‘সত্তা’ প্রকাশ করা হয়েছে। গানটি ইতিমধ্যেই শ্রোতাদের দারুণভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।‘সত্তা’ গানটিতে কন্ঠ দিয়েছেন তৌফিক আহমেদ ও অদিত রহমান। তৌফিক আহমেদ ও ফয়সাল রড্ডির কথা ও অদিত রহমানের সুরে ‘ঢাকা মেট্রো’র থিম সংটির ছোট্ট পরিসরে উঠে এসেছে পুরো সিরিজটির সারকথা। শুধুমাত্র হইচই অ্যাপ ও ওয়েবসাইটেই স্ট্রিমিং করা হচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর ‘ঢাকা মেট্রো’। এতে অভিনয় করেছেন অপি করিম, অভিনেতা নেভিল ফেরদৌস হাসান ও শিশুশিল্পী শরিফুল ইসলামসহ একঝাঁক কুশলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা মেট্রোর থিম সং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ