Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মতলবের ৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের জন্য দুদকের নগদ অর্থ প্রদান

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ৫:৫৪ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩৯ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের জন্য দুদকের নগদ অর্থ প্রদান করা হয়। বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক এইচ এম আক্তারুজ্জামান ও চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডক্টর কাজী হাশেম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমেদ এবং নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার ৫০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৯ টি প্রতিষ্ঠানের মাঝে ২হাজার ২শ' টাকা করে প্রদান করা হয়। পরবর্তীতে মাধ্যমিক স্তরের বাকী প্রতিষ্ঠানের জন্য নগদ অর্থ প্রদান করা হবে। মতলব উত্তর উপজেলার প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে সততা সংঘ রয়েছে সেই সততা সংঘের মাধ্যমে এই অর্থ খরচ করা হবে। এই অর্থ বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিছন্নতা করার কাজে এই টাকা খরচ করা হবে।

মতলব উত্তর উপজেলা সভাকক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে দুদকের নগদ অর্থ প্রদান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদকের অর্থ প্রদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ