Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভিনেতা আহমেদ শরীফকে প্রধানমন্ত্রীর অনুদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ৪:৩২ পিএম

চলচ্চিত্রের এক সময়ের পর্দা কাঁপানো খলনায়ক, শক্তিমান অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহমেদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমদ শরীফের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুদানের চেক গ্রহণকালে অভিনেতা আহমদ শরীফ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৭৬ বছর বয়সি অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করা আহমেদ শরীফ পরবর্তীতে খলনায়ক হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। ১৯৭৬ সালে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুক’ ছবিতে খলনায়ক হিসেবে ডাকসাইটে এই অভিনেতার অভিষেক হয়।



 

Show all comments
  • MD. ABUL KASEM ১৮ এপ্রিল, ২০১৯, ৪:৪১ পিএম says : 0
    চলচিত্রে যারা অভিনয় করে তারা ভিখারী নাকি। দুদিন পরপর অনুদান দেয়া লাগে। সারাজী্বন করছেটা কি? নাকি পাপের ধন পায়শ্চিত্তে গেছে? অথচ দেশের হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সেটার খবর নেয়ার কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রী এদের টাকা দেয়া বন্ধ করুন।
    Total Reply(1) Reply
    • MAHMUD ১৮ এপ্রিল, ২০১৯, ৬:১৮ পিএম says : 4
      100% truth. In life income lot of money but end of the life beggarly.
  • Jakir Ahmed Razu ১৮ এপ্রিল, ২০১৯, ৬:৩১ পিএম says : 0
    যাদের আছে ভুঁড়ি ভুঁড়ি তাদেরই অনুদান! দেশে লাখো মানুষ একমুঠো ভাত আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এইগুলা দেখার মানুষ নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ