বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাউজান সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শান্তির দ্বীপ সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের উপর বুধবার সন্ধ্যায় একটি ত্বরিকত সংগঠনের নেতা কর্মীদের হামলার ঘটনায় উপজেলা জুড়ে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতাদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর পর রাউজান সদরে উত্তেজিত হয়ে পড়েন সরকার দলীয় নেতা কর্মীরা। তারা এসময় বিক্ষোভ করেন। পুলিশের উপস্থিতিতে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও বৃহস্পতিবার সকাল থেকে আবারো উত্তেজনা বাড়তে থাকে। দুপুর ১২টা থেকে মুন্সিরঘাটা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে কয়েকশ আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা অবস্থান নেন। এদিকে সকাল থেকে দলীয় কার্যালয়ে পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে অবস্থান নেন। দুপুরের দিকে শহর থেকে পুলিশের একটি জলকামান ও সাজোয়া জান এসে অবস্থান নেন মুন্সিরঘাটায়। এতে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বেলা দেড়টার দিকে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ সভা করেন দলের নেতা কর্মীরা। মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ,রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জজসিম উদ্দিন হিরু,চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,পৌর যুবলীগ সেক্রেটারী জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ সহ নেতা কর্মীরা।প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় রমজান আলীরহাট বাজার থেকে নিজ বাড়ী ফেরার পথে রাউজান ইউপির নুর আলী সারাং এর বাড়ীর আহমদ সগিরের ছেলে মোজাম্মেল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেন ত্বরিকত সংগঠনের মুনিরিয়া তাবলীগ কমিটির উশৃংখল ব্যাক্তিরা। এরপর থেকে উত্তেজনা ছড়িয়ে পরে সমগ্র রাউজান জুড়ে। আহত মোজাম্মেল চট্টগ্রামের বেসরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।