মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলাদেশের অভিনেতা ফেরদৌসকে কালো তালিকাভুক্ত করেছে ভারত সরকার। বাংলাদেশ সরকার তার ভিসাও বাতিল করেছে। এভাবে পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে ব্যাপক কোনঠাসা হয়ে পড়লেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস। এখন ফেরদৌসের পর বিপাকে পড়তে চলেছেন বাংলাদেশের আরেক অভিনেতা আবদুন গাজি নূর। ইতোমধ্যেই ফেরদৌস ও নূরের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। খবর এই সময়। জানা গেছে, তাকে ভারতে কালো তালিকাভুক্ত করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়। অর্থাৎ ভারতে প্রবেশ তার জন্য নিষিদ্ধ হয়ে গেল। বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে ভোট প্রচারে নামেন তিনি। তার ভিসাও বাতিল করেছে বাংলাদেশ সরকার। বিদেশি নথিভুক্তকরণ দফতরের রিপোর্ট পাওয়ার পরই ফেরদৌসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই অভিনেতা ফেরদৌস আহমেদকে নিয়ে টানটান উত্তেজনা শুরু হয়। তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় বাংলাদেশ।
নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি নেতা জেপি মজুমদার বলেছেন, ‹ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না বিদেশিরা। ভিসা নিয়ম ভাঙার জন্য ওর (ফেরদৌস) গ্রেফতার হওয়া উচিত।›
রোববার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচার করেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস। এরপরই পশ্চিমবঙ্গকে ‹পশ্চিম বাংলাদেশ› বানানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, ‹এমনটা আগে কখনও দেখেনি। কাল হয়তো ইমরান খানকেও প্রচারে ডাকবে তৃণমূল।›
ফেরদৌসের ডর এবার বিপাকে পড়তে চলেছেন আর এক বাংলাদেশি অভিনেতা আবদুন গাজি নূর। রাণী রাসমণি সিরিয়ালে রাসমণির স্বামী রাজচন্দ্রে দাসের ভ‚মিকায় অভিনয় করে তিনি ইতোমধ্যেই নজরে এসেছেন।
অতি স¤প্রতি তাকেও দেখা গেছে তৃণমূল নেতা মদন মিত্রর সঙ্গে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচার অভিযানে অংশ নিতে। সেখানে সৌগত রায়ের জন্য ভোট চাইছেন মদন মিত্র, আর সেই একই হুডখোলা গাড়িতে রয়েছেন নূর। সেই ছবি সামনে আসতেই আসরে নেমেছে বিরোধীরা।
তবে নূরের মতে, ব্যক্তিগত সম্পর্কের খাতিরে তিনি মদন মিত্রর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মাত্র। সেখানে নির্বাচনী প্রচারে যে তাকে ডাকা হয়েছে, তা তিনি জানতেনই না। ফেরদৌসের ঘটনার পর নিজের ভবিষ্যত নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন নূর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।