Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌবাহিনীর বাৎসরিক হকি প্রতিযোগিতা সমাপ্ত

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

নৌবাহিনীর ‘বাৎসরিক হকি প্রতিযোগিতা-২০১৯’ বুধবার বিএন ফ্লিট এর সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখান আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে কমান্ডার বিএন ফ্লিট কমডোর মোহাম্মদ নাজমুল হাসান প্রধান অতিথি হিৃসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ৮দিনব্যাপী এ প্রতিযোগিতায় নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির নয়টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী দিনে কমান্ডার খুলনা নেভাল এরিয়া ও বানৌজা হাজী মহসীন দলের মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন। -আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি প্রতিযোগিতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ