Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো সুন্দর করে নির্মিত হবে নটরডেম ক্যাথড্রাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, নটরডেম ক্যাথেড্রালকে আরো সুন্দর করে পুনঃনির্মাণ করা হবে।গত সোমবার ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনার গির্জাটি আগুনে অনেকটাই ধ্বংস হয়ে গেছে। বুধবার ম্যাক্রো বলেছেন, আগামী ৫ বছরের মধ্যেই নটরডাম ক্যাথেড্রালের পুনঃনির্মাণ সম্পন্ন করতে চাই, এবং আমরা সেটা পারবো। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি পুনঃনির্মাণ করতে এক দশকের বেশি সময় লাগতে পারে। সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট আরো বলেন, ‘পুড়ে যাওয়া মানেই সব শেষ নয় বরং ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। নতুন ক্যাথেড্রাল হবে আরও দৃষ্টিনন্দন।’ খবর বিবিসির। আগুনে ভস্মীভূত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্যারিসের ঐতিহাসিক নটর ডেম গির্জা পুর্ননির্মাণে ৫৬ কোটিরও বেশি ইউরোর প্রতিশ্রুতি পাওয়া গেছে। আটশো বছরের পুরনো এই গির্জা পুর্ননির্মাণে কত খরচ হবে তা নির্ধারিত হওয়ার আগেই এসব অর্থ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ফ্রান্সের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তরফ থেকে এসব অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে অর্থ সহায়তা পাওয়া গেলেও গথিক শিল্পের অনন্য এই স্থাপনাটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইউরোপের শিল্প ইতিহাসে ত্রয়োদশ শতাব্দীর প্রায় মধ্যভাগ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে গথিক শিল্পের কাল বলা হয়ে থাকে। ফরাসি গথিক স্থাপত্যের অনবদ্য উদাহরণ হিসেবে নটর ডেম গির্জাকে বিবেচনা করা হয়। ১১৬০ সালে শুরু হয়ে ১২৬০ সালে এ গির্জার নির্মাণ পুরোপুরি শেষ হয়। তবে পুরো শতাব্দী ধরে এ ভবনের বিভিন্ন সংস্কার হয়েছে। বয়সের ভারে জরাজীর্ণ ভবনটিতে সংস্কার কাজ চলার মধ্যে সোমবার বিকেল ভবনটিতে আগুন লাগে। বিবিসি,এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ