বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে বুধবার বিকেলে যাত্রীবাহী বাস থেকে ৫০০ কেজি জাটকা জব্দ ও বাসের সুপারভাইজারকে আটক করেছে হাইওয়ে পুলিশ। পরে আটক সুপারভাইজার রিয়াজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস থেকে ৫০০ কেজি জাটকা জব্দ ও বাসের সুপারভাইজার রিয়াজুল ইসলামকে আটক করে।
হাষাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট এএইচএম শামীম আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকার যাত্রাবাড়িগামী বরিশাল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে হাইওয়ে পুলিশ সদস্যরা তল্লাসি চালায়। এ সময় ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় বাসটির সুপারভাইজারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বরিশাল এক্সপ্রেস বাসের সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাটকা মাছ গুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমদের মাঝে বণ্টন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।