Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ম ওয়েজবোর্ডের দাবি সাংবাদিক নেতাদের

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জুনের মধ্যে সব গণমাধ্যমে বকেয়া বেতন, চাকরিচ্যুতদের পাওনা পরিশোধের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। একই সাথে সাংবাদিকদের ন্যায্য দাবি ৯ম ওয়েজবোর্ড ঘোষণা ও বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত ৯ম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে মহাসমাবেশে সাংবাদিক নেতারা এ হুঁশিয়ারি দেন।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, যে সমাজে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিচারপতি সবাই বাস করে সে সমাজে সাংবাদিকরাও বাস করে। ইতোমধ্যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিচারপতি, সংসদ সদস্য, সরকারি চাকরিজীবিসহ সবার বেতন বৃদ্ধি পেয়েছে। তাহলে ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য সাংবাদিকদের কেন বছর বছর আন্দোলন করতে হবে। ওয়েজবোর্ড শুধু বেতন নয় সাংবাদিকদের সম্মানেরও বিষয়। ৯ম ওয়েজবোর্ডের দাবি অন্যায্য নয় উল্লেখ করে এ দাবি মেনে নিতে সরকারের প্রতি আহŸান জানান তিনি।
তথ্যমন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি বলেন, সাংবাদিকদের সমস্যা দ্রæত সমাধান হোক মন্ত্রী, মন্ত্রণালয় তা চায় না। জুনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ ও চাকরিচ্যুতদের পাওনা পরিশোধের দাবি জানান তিনি।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, গত তিন বছর তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের জন্য কোন কাজ করেনি। ওয়েজবোর্ড এর বিষয়ে বিস্তারিত সমস্যার কথা জানানো হলেও কোন কাজ করেনি তারা। জুনের মধ্যে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারকে আল্টিমেটাম ও ঈদের আগে বকেয়া পরিশোধে সংবাদপত্র মালিকদের প্রতি আহŸান জানান তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ৯ম ওয়েজবোর্ড নিয়ে কটূক্তি করায় জাতীয় প্রেসক্লাবের সভাপতির সমালোচনা করেন ও এই বক্তব্য প্রত্যাহারের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।
তিনি বলেন, ওয়েজবোর্ড সাংবাদিকদের রুটি-রুজি, মর্যাদার। এ নিয়ে যারাই ষড়যন্ত্র করুক তাদের সাংবাদিকদের গণশত্রæ হিসেবে ঘোষণা করা হবে। অনলাইন, ইলেকট্রনিক মিডিয়া, রেডিও’র জন্য স্বতন্ত্র বেতন স্কেলের পাশাপাশি ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানান তিনি।
ঈদের আগে বকেয়া বেতন, চাকরিচ্যুতদের সার্ভিস বেনিফিট প্রদান, চাকরিচ্যুতি বন্ধ ও ৯ম ওয়েজবোর্ড ঘোষণার আল্টিমেটাম দেন এ নেতা।
মহাসমাবেশে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কো কনভেনর আলমগীর হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আল মামুন, মতুর্জা হায়দার লিটন, মাহমুদুর রহমান খোকন, মনিরুজ্জামান উজ্জল, উম্মুল ওয়ারা সুইটি, শাহজাহান মিয়া, রাজু আহমেদ, আতিকুর রহমান চৌধুরী, খায়রুল ইসলাম প্রমুখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৯ম ওয়েজবোর্ডের দাবি সাংবাদিক নেতাদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ