Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুভেন্টাসকে বিদায় করে শেষ চারে আয়াক্স

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ৩:১০ এএম | আপডেট : ৩:৪৮ এএম, ১৭ এপ্রিল, ২০১৯

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নীল যাত্রা অব্যাহত রেখেছে নেদারল্যান্ডসের দল আয়াক্স। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে শেষ ষোলোয় কাঁদানো দলটির কাছে এবার ধরাশায়ী হলো সেরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে দেখতে থাকা স্বপ্ন শেষ আটেই থেমে গেল তুরিনের ক্লাবটির।

মঙ্গলবার রাতে তুরিনে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয় জুভেন্টাস। দলের হয়ে জয়সূচক গোলটি করেন টিনএজ অধিনায়ক মাতাইস ডি লিট।

প্রথম লেগে আমস্টার্ডাম থেকে ১-১ ড্র নিয়ে ফিরেছিল মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে ১৯৯৭ সালের পর প্রথমবারের মত শেষ চারে জায়গা করে নিলো চারবারের চ্যাম্পিয়ন আয়াক্স। এই পর্বে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ও টটেনহাম হটস্পারের মধ্যে বিজয়ী দল।

প্রতিযোগিতায় পাঁচবার শিরোপার স্বাদ নেওয়া রোনালদোর দারুণ হেডে ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। ইউরোপিয়ান প্রতিযোগিতায় পর্তুগিজ তারকার এটি ১২৬তম গোল।

এগিয়ে যাওয়ার আনন্দ ‘ওল্ড লেডি’দের বেশিক্ষণ স্থায়ী হয়নি। ছয় মিনিট বাদেই সমতায় ফেরে আয়াক্স। ডি বক্সের বাইরে থেকে নেওয়া হাকিম জিয়াসের শট ডিফেন্ডারদের গায়ে লেগে পেয়ে যান ডনি ভন দে বিক। ঠা-া মাথায় লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। দুই লেগ মিলে তখন ২-২ সমতা।

ম্যাচের ৬৭তম মিনিটে সতীর্থের কর্নার থেকে জোরালো হেডে জাল খুঁজে নেন ডি লিট। তার আগে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন সফরকারী মিডফিল্ডার হাকিম।

আয়াক্স দুইটি অ্যাওয়ে গোল পেয়ে যাওয়ার বাকি ২৩ মিনিটে জুভেন্টাসকে কমপক্ষে দুই গোল করতে হতো। কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। উল্টো বলের দখল রেখে গোলের দারুণ সব সুযোগ তৈরি করে আয়াক্স।

একই সমেয় অনুষ্ঠিত ন্যু ক্যাম্পের ম্যাচে লিওনেল মেসি জাদুতে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা। দুই লেগ মিলে ৪-০ ব্যবধানে এগিয়ে অগ্রযাত্রা অব্যাহত রাখে আর্নেস্তো ভালভার্দের দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ