মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে এই ঝড়ের কারণে সৃষ্টি হয়েছে বন্যার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, টেক্সাসে একটি চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে দুই শিশু নিহত হয়। তবে সামনে বসে থাকা তাদের বাবা-মা আহত হননি। অ্যাঞ্জেলিনা কাউন্টির শেরিফ ক্যাপ্টেন আল্টন লেন্ডারম্যান বলেন, গাছ পড়ে গাড়িটি পিষে যায়। তবে সামনের আসনে বসা বাবা-মা আহত হননি। ওই শিশুদের বয়স আট ও তিন বছর। এছাড়া মিসিসিপি ও লুইজিয়ানাতেও নিহতের খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক হতাহতদের উদ্ধার করতে সময় লেগে যায়। কর্তৃপক্ষ জানায়, ৩ টি অঙ্গরাজ্যে অন্তত ১১ বার ঘূর্ণিঝড় আঘাত এনেছে। সোমবার ওহাইও, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।