মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেনিয়ার মোম্বাসা শহর সংলগ্ন আবাসিক এলাকা নিয়ালির একটি ক্লাব থেকে নেপালের ১২ নারীকে উদ্ধার করা হয়েছে। রোববার তাদেরকে উদ্ধার করা হয় বলে কেনিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে নেপালের গণমাধ্যম দ্য হিমালয়ান টাইমস। ডিরেক্টোরেট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন্স-কেনিয়ার মতে, উদ্ধারকৃত ১২ নারী মানবপাচারের শিকার হয়। এক টুইটার পোস্টে সংস্থাটি জানায়, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম ইউনিটের গোয়েন্দার ক্লাবটিতে অভিযান চালিয়ে তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। আরও জানায়, এই ঘটনায় ক্লাবটির মালিক আসিফ আমিরালি আলিভাই জেথাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কানাডার নাগরিক। দক্ষিণ আফ্রিকায় নেপালের অ্যাম্বাসি জানায়, এই ঘটনার বিস্তারিত তথ্য এখন আমরা পাইনি। কেনিয়া সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করে থাকে এই অ্যাম্বাসি। কেনিয়ায় নেপালের অনারারি কনস্যুল জিম্মি আসকার ঘটনাটি দেখভাল করছেন বলেও জানানো হয় অ্যাম্বাসির পক্ষ থেকে। হিমালয়ান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।