মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রত্যাখ্যান চীনের
ইনকিলাব ডেস্ক : ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, লাতিন আমেরিকা ও চীনের সম্পর্ক নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘অবমাননাকর, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন।’ বেইজিং তা প্রত্যাখ্যান করছে। লু ক্যাং বলেন, লাতিন আমেরিকার দেশগুলো এখন এ কথা উপলব্ধি করতে শুরু করেছে যে, কে তাদের প্রকৃত বন্ধু। সিনহুয়া।
প্রত্যাখ্যানের ডাক
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একপেশে যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যানের ডাক দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নিয়ে উদ্বেগ জানিয়েছে ২৭ সদস্যের সংস্থাটি। সোমবার সদস্য প্রতিটি দেশে এ মর্মে এক চিঠি পাঠিয়েছেন সংস্থার শীর্ষস্থানীয় নেতারা। ওই চিঠিতে তারা বলেছেন, কোনো নীতি বা পরিকল্পনায় যতক্ষণ না ফিলিস্তিনের প্রতি সুবিচার করা হবে, ততক্ষণ সেই পরিকল্পনা গ্রাহ্য করা হবে না। চিঠিতে স্বাক্ষর করেছেন ইউনিয়নের সাবেক ২৫ পররাষ্ট্রমন্ত্রী, ছয় সাবেক প্রধানমন্ত্রী ও ন্যাটোর সাবেক দুই মহাপরিচালক। দ্য গার্ডিয়ান।
বিক্ষোভকারী গ্রেফতার
ইনকিলাব ডেস্ক : জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিক্ষোভরত শতাধিক ব্যক্তিকে লন্ডন থেকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। পুলিশ বলছে, বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান সড়ক ও সেতু অবরোধ করে ভয়াবহ যানজট তৈরি করার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। সংগঠিত বিক্ষোভকারী দল গত এক সপ্তাহ ধরে লন্ডনের রাস্তায় বিক্ষোভ করে আসছে। তারা বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার কারণে এমন বিক্ষোভ করছেন তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।