Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হলো শিল্পী শাহীন সামাদের ৪টি অডিও অ্যালবাম

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ২০ মে সন্ধ্যায় ধানমন্ডি ছায়ানট ভবন মিলনায়তনে লেজার ভিশনের আয়োজনে একুশে পদকপ্রাপ্ত শিল্পী শাহীন সামাদের ৪টি অডিও অ্যালবাম ‘অন্তরে তুমি, নানা বর্ণের গান, দূর আযানের মধুর ধ্বনি ও আল্লাহ্কে যে পাইতে চায়’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশীষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান ও বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী স্বকণ্ঠে গান পরিবেশন করে শ্রোতা দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌসুমী বড়ুয়া। উল্লেখ্য, নানা বর্ণের গান অ্যালবামে পঞ্চকবির ১৩টি গান আছে। অন্তরে তুমি অ্যালবামে কাজী নজরুলের ১০টি জনপ্রিয় গান আছে। আল্লাহ্কে যে পাইতে চায় অ্যালবামে কাজী নজরুলের ৭টি ইসলামী গান আছে। দূর আযানের মধুর ধ্বনি অ্যালবামে কাজী নজরুলের ৭টি ইসলামী গান আছে। অ্যালবামগুলো প্রসঙ্গে শাহীন সামাদ বলেন, ‘অনেকদিন পর যতœসহকারে আমার অ্যালবামগুলোর কাজ করেছি চেষ্টা করেছি শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে। আশা করি শ্রোতারা আমার অ্যালবামের গান গুলো শুনে নিরাশ হবেন না’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত হলো শিল্পী শাহীন সামাদের ৪টি অডিও অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ