রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুর জেলা সংবাদদাতা : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শরিয়তপুর জেলা কমিটি গতকাল বৃহস্পতিবার গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে জেলার শাখার আহবায়ক মাওলানা মুহাম্মদ তাছলীম উদ্দিনের সভাপতিত্বে শরিয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার হল রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে জেলা শাখার আহবায়ক ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তাছলীম উদ্দীনকে সভাপতি ও শরিয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এছাড়া নিম্নলিখিত ব্যক্তিদের সভাপতি ও সম্পাদক করে ৬ উপজেলা কমিটি গঠন করা হয়। উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ হলেন- শরিয়তপুর সদরে সভাপতি মাওলানা আবুল বাশার ও সাধারণ সম্পাদক মাওলানা সরদার মুহাঃ কামরুজ্জামান, ডামুড্যা উপজেলায় সভাপতি মাওলানা জাফর আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, গোসাইরহাট উপজিলায় সভাপতি মাওলানা মুহাঃ ইসহাক ও সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দীন, জাজিরা উপজেলায় সভাপতি মাওলানা আবদূর রব হাশেমী ও সাধারণ সম্পাদক মাওলানা শাহে আলম, নড়িয়া উপজেলায় সভাপতি মাওলানা গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের ও ভেদরগঞ্জ উপজেলায় সভাপতি মাওলানা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা শরীফ হোসেন, সখীপুর থানায় সভাপতি মাওলানা মুহসিন উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সামাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।