Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালের বিমানবন্দরে হেলিকপ্টারে প্লেনের ধাক্কা, নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

নেপালের তেনজিং-হিলারি বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে হেলিকপ্টারে ধাক্কা খেয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় রোববার সকালে এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় দু’জন ঘটনাস্থলেই মারা যান। তারা হচ্ছেন সামিট এয়ারের কোন্ডপাইলট এস ধুঙ্গানা এবং পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রাম বাহাদুর খাদকা। আর কাঠমান্ডুর একটি হাসপাতালে মারা যান পুলিশের এএসআই রুদ্র বাহাদুর শ্রেষ্ঠা। রোববার সকালে কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়নের সময় হেলিকপ্টারের পার্কিং এলাকায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় প্লেনটি। বিধ্বস্ত হওয়ার আগে এটি দুটি হেলিকপ্টারে ধাক্কা খায়। তবে প্লেনটিতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নেপালের বেসামরিক বিমান চলাচল বিভাগের কর্মকর্তা রাজকুমার ছেত্রী জানান, হেলিকপ্টারকে আঘাত করে বিমানটি ছিটকে পড়ে। রানওয়েতে থাকা নুড়িপাথরের কারণেই অভ্যন্তরীণ রুটে চলা সামিট এয়ারের প্লেনটি পিছলে যায় বলে জানা গেছে।
নেপালের তেনজিং-হিলারি বিমানবন্দরটি ওই এলাকার নাম অনুযায়ী লুকলা বিমানবন্দর নামেও পরিচিত। এটি নেপালের পূর্বাঞ্চলে সাগরমাথা অঞ্চলের লুকলা শহরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের হিস্ট্রি টেলিভিশনে ২০১০ সালে প্রচারিত পৃথিবীর ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলো নিয়ে এক প্রতিবেদনে এটিকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর হিসেবে উল্লেখ করা হয়। সূত্র : এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ