মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ১৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে দলটি। নিকটতম প্রতিদ্ব›দ্বী অভিবাসীবিদ্বেষী, উগ্র ডানপন্থী ফিনস পার্টি পেয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ ভোট। বিদায়ী প্রধানমন্ত্রী জুহা সিপিলা-র ডানপন্থী সেন্টার পার্টি পেয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ ভোট।
২০০ আসনের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৪০টি আসন। নিকটতম প্রতিদ্ব›দ্বী ফিনস পার্টি পেয়েছে ৩৯টি আসন। উগ্র ডানপন্থী এই দলটি ২০১৫ সালের নির্বাচনে ৩৮টি আসন পেয়েছিল। তবে ২০১৭ সালে নেতা নির্বাচনকে কেন্দ্র করে দলটিতে বিভেদ তৈরি হয়। বহিষ্কৃত হন বেশ কয়েকজন নেতা। এমন পরিস্থিতির পরও এবারের নির্বাচনে আসন বৃদ্ধিকে নিজেদের অর্জন হিসেবেই দেখছে ফিনস পার্টি।
রোববারের নির্বাচনের ফলের মধ্য দিয়ে গত ২০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কোনো বাম নেতাকে রাষ্ট্রনায়ক হিসেবে পেতে যাচ্ছে ফিনল্যান্ড। দলটির নেতা এনটি রিন বলেন, ১৯৯৯ সালের পর এই প্রথমবারের মতো আমরা ফিনল্যান্ডের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবিভর্‚ত হয়েছি।
কোনো রাজনৈতিক দল নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় দেশটি হয়তো একটি কোয়ালিশন সরকার গঠনের পথে হাঁটতে হবে। ফিনল্যান্ডের গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে এতো কম ভোট কখনও পড়েনি। কোন রাজনৈতিক দলই ২০ শতাংশের বেশি ভোট না পাওয়া দেশটির ইতিহাসে বিরল। ফিনল্যান্ডের এবারের নির্বাচন ইউরোপীয় ইউনিয়নের জন্যও তাৎপর্যপূর্ণ। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।