Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

‘ভোটের পর মোদিকে ফের চা-পাকোড়া বেচতে হবে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

লোকসভা নির্বাচনের পর সব বিরোধী দল মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিতাড়িত করবে। ওই সময় তাকে ফের চায়ের দোকান খুলে চা-পাকোড়া বেচতে হবে। নির্বাচনী সভায় এমন মন্তব্য করেছেন আসামের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) নেতা বদরুদ্দিন আজমল। আসামের চিরাগে এক নির্বাচনী সভায় আজমল বলেন, ‘সব বিরোধী দল একজোট হয়ে মোদিকে দেশ থেকে বিতাড়িত করবেন। তারপর মোদি কোনো একটা জায়গায় গিয়ে চায়ের দোকান খুলবেন এবং পাকোড়া বিক্রি করবেন।’ এর আগেও নিজের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন আজমল। তিনি আসামের ধুবড়ির সংসদ সদস্য। ১২ বছর আগে এআইইউডিএফ দল গঠন করেন তিনি। প্রসঙ্গত এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় গত ১১ এপ্রিল ২০টি রাজ্যের ৯১ আসনে ভোটগ্রহণ করা হয়। ১৮ এপ্রিল দ্বিতীয় ধাপে ১৩ রাজ্যের ৯৭ আসনে, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ১৪ রাজ্যের ১১৫ আসনে, ২৯ এপ্রিল চতুর্থ ধাপে ৯টি রাজ্যের ৭১ আসনে, ৬ মে পঞ্চম ধাপে ৭ রাজ্যের ৫১ আসনে, ১২ মে ষষ্ঠ ধাপে ৭ রাজ্যের ৫৯ আসনে এবং ১৯ মে সর্বশেষ ধাপে ভোট হবে ৮ রাজ্যের ৫৯ আসনে। সাত ধাপে ভোটগ্রহণের পর ২৩ মে ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে। নরেন্দ্র মোদির উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করেছিল। ভারতে লোকসভার মোট ৫৪৩টি আসন রয়েছে। সরকার গঠন করতে কোনো দল বা জোটের কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন হয়।
পশ্চিম তীরে ইসরাইলি অভিযান, ১০ ফিলিস্তিনি আটক
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার বিভিন্ন বসতবাড়িতে রোববার অভিযান চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। রাতভর চালানো এ ধরপাকড়ে ইসরাইলি সেনাবাহিনী ১০ ফিলিস্তিনিকে আটকের কথা স্বীকার করেছে। সোমবার এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত সন্দেহ এসব ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটককৃতরা সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ইসরাইল কর্তৃপক্ষ। তল্লাশির নামে ইসরাইলি বাহিনী প্রায়শই পশ্চিম তীর এবং জেরুজালেমে গ্রেফতার অভিযান পরিচালনা করে।
ফিলিস্তিন সরকারের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলি বাহিনীর হাতে আটক ৫৭০০ ফিলিস্তিনি অমানবিক জীবনযাপন করছে। যার মধ্যে ৪৮ জন নারী এবং ২৩০ জন শিশু। ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল। সূত্র : আনাদলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ