Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুবির বিদ্যুত ও হিমেলকে কারণ দর্শানোর নোটিশ দিল ছাত্রলীগ

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০১৯, ৫:৫৭ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুত এবং যুগ্ম সাধারন সম্পাদক সোয়েব হাসান হিমেলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগের প্রেক্ষিতে কেন সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে না মর্মে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রলী এমন নোটিশ প্রদান করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "গত ১০ই এপ্রিল রাতে নৃবিজ্ঞান ৮ম ব্যাচের শিক্ষার্থী শরীফুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে তার নিজের অভিযোগের প্রেক্ষিতে আপনাদের (হাসান বিদ্যুত সহ-সভাপতি কুবি শাখা ছাত্রলীগ, শোয়েব হাসান হিমেল যুগ্ম সাধারন সম্পাদক কুবি শাখা ছাত্রলীগ) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে না তা আগামী ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর জন্য নোটিশ দেয়া হল।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল কুমিল্লা বিশ্যবিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী শরীফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর উক্ত দুই নেতা কতৃক মারধরের শিকার হয়েছেন মর্মে অভিযোগপত্র জমা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ