Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলায় যাওয়ার পথে চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০১৯, ৪:১৯ পিএম

বন্ধুর সঙ্গে সাইকেলে চড়ে মেলায় যাওয়ার পথে নগরীতে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার চান্দগাঁও থানার আরাকান সড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান উদ্দিন রায়হান (৮) চান্দগাঁও কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। চান্দগাঁও সানোয়ারা আবাসিক এলাকার জাক্কুন সওদাগর কলোনিতে তাদের বাসা।
চান্দগাঁও থানার এএসআই সাইফুদ্দিন মানিক জানান, সকালে জিসান তার এক বন্ধুর সাথে সাইকেলে করে মৌলভী পুকুর পাড় এলাকায় বৈশাখী মেলায় যাচ্ছিল। এসময় কালুরঘাটগামী ১ নম্বর রুটের একটি বাস তাদের সাইকেলের পেছনে ধাক্কা দিলে জিসান পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তবে সাইকেল চালক তার বন্ধুটি সামান্য আহত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহত জিসানকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপর চালকসহ বাসটি আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেলায় যাওয়ার পথে চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ