বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলা শাখার মেধা বৃত্তি পরীক্ষার পুরুস্কার বিতরণ গতকাল ১৫ এপ্রিল দুপুর ১২টায় রাউজান মহিলা আলিম মাদ্রাসা হলরুমে অনুষ্টিত হয়। জমিয়তুল মোদার্রেছীন রাউজানের সভাপতি ও কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দীকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। জমিয়ত সেক্রেটারী আল্লামা মুফাচ্ছির ইউনুচ রেজভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গহিরা এফ.কে জামেউল উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব আল্লামা ইব্রহিম নঈমি, অধ্যাপক হাফেজ আল্লামা আবদুল হাই, রাউজান মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব আল্লামা আবদুল মান্নান, অধ্যক্ষ আজিজুল হক,আল্লামা হাফেজ শাহালম,সুপার মিজবাহ উদ্দিন,অধ্যাপক লিয়াকত আলী,সুপার আবু তাহের,সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ,শিক্ষক মুহাম্মদ নুরুন্নবী,অধ্যাপক ওসমান গনি,দপ্তর সম্পাদক মহাম্মদ শওকত হোসাইন,হিসাব নিরক্ষক নাসির উদ্দিন,মাওলানা জামাল উদ্দিন তালুকদার,মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। মোনাজাত করেন অধ্যক্ষ আল্লামা আমির আহাম্মদ আনোয়ারী। এতে ৪র্থ শ্রেনীর ২১ জন ও ৭ম শ্রেনীর ২৫ জনের হাতে পুরস্কারের নগদ টাকা ও সনদ তুলে দেনে প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ। উল্লেখ্য, ২০১৮ সালের ১২ ডিসেম্বর অনুষ্টিত মেধাবৃত্তি পরীক্ষায় ৩৬৪ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেন। এদের মধ্যে মেধার জন্য নির্বাচিত হন ৪৬ জন। এতে প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ বলেন, সরকারের পাশা-পাশি জমিয়তুল মোদার্রেছীন দেশের মাদ্রসা শিক্ষার জন্য অনেক কাজ করে যাচ্ছেন। তিনি মেধাবৃত্তি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই সত্যি প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তিনি রাউজান উপজেলা জমিয়তের স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য সব কিছু করার ঘোষনা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।