রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ড. শফিউল ইসলাম হত্যা মামলায় রায়ে অসন্তোষ প্রকাশ করেছে তার পরিবার।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার পর অসন্তোষ প্রকাশ করেন শিক্ষক শফিউল ইসলামের ছেলে ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
রায়ে অসন্তোষ প্রকাশ করে অধ্যাপক শফিউলের একমাত্র ছেলে সৌমিন শাহ্রিদ জেবিন জানান, মামলার সঠিক বিচার নিয়ে তারা আগে থেকেই শঙ্কিত ছিলেন। কারণ শুরু থেকেই চাঞ্চল্যকর এ মামলাটির সঠিক তদন্ত হয়নি। তাই এমন মামলায় ন্যায়বিচার পাওয়ার কথা আশা করা যায় না।
উচ্চ আদালতে আপিল করবেন জানিয়ে সৌমিন শাহ্রিদ বলেন, মামলার রায় দেখেই বোঝা যায় বিচার ও তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি রয়েছে। এরকম একটি চাঞ্চল্যকর মামলায় ১১ জন আসামির মধ্যে ৮ জনই বেকসুর খালাস সেটাই প্রমাণ করে। আমরা ন্যায়বিচার পাইনি। মামলার রায়ে আমরা অসন্তুষ্ট। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবো।