Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ডেমরায় সড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০১৯, ২:১২ পিএম
বকেয়া মজুরি পরিশোধ এবং মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাটকল শ্রমিকরা।
 
সোমবার সকাল থেকে দুটি পাটকলের শ্রমিকরা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
 
এ সময় বিক্ষোভরত শ্রমিকরা সড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে বসে পড়েন। সেইসঙ্গে গাছের ডালপালা জড়ো করে রাস্তায় আগুন ধরিয়ে দেন।
 
আন্দোলনরত শ্রমিক নেতারা জানান, সরকার জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পি এফ গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বিমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনঃবহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাটক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা-সহ নয় দফা বাস্তবায়নের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ায় তারা আবার আন্দোলনে নেমেছেন।
 
ডেমরা থানার ডিউটি অফিসার এসআই মো. রকিবুল জানান, পাটকল শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য আছেন। এ ছাড়া থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে রয়েছেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ