Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ার্নের নায়ক কোম্যান

বুন্দেসলিগা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০১৯, ১:৩৮ এএম

কিংসলে কোম্যানের জোড়া গোলে ফর্চুনা ডুসেলডর্ফকে হারিয়ে বুন্দেসলিগা পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বায়ার্ন মিউনিখ।

রোববার প্রতিপক্ষের মাঠে স্বাগতিকদের ৪-১ গোলে হারায় বায়ার্ন। নিকো কোভাচের দলের অন্য গোল দুটি করেন সার্জি জিনাব্রি ও লেওন গোরেৎস্কা। গত ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন পাঁচ ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে এক পয়েন্টে এগিয়ে।

বিরতির আগে কোম্যানের জোড়া গোলে এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় জিনাব্রির গোলে ব্যবধান আরো বাড়ায় সফরকারীরা। নির্ধারিত সময়ের এক মিনিট আগে দোদি লুকেবাকিওর পেনাল্টি গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। ইনজুরি টাইমে স্কোরলাইন ৪-১ করেন গোরেৎস্কা।

দ্বিতীয়ার্ধের শুরুতে চোট নিয়ে মাঠ ছাড়েন বায়ার্নের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যর।

লিগ মৌসুমের শুরুটা বাজে হলেও শেষ ১৭ ম্যাচে ১৫ জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জার্মান জায়ান্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ