Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে যুদ্ধাপরাধ তদন্ত দাবি প্রত্যাখ্যান আইসিসির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৭ এএম

আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্তের দাবি প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। প্রসিকিউটররা এ তদন্তের আবেদন করেছিলেন। জবাবে বিচারকরা দেশটির অস্থিতিশীলতার কথা তুলে ধরে বলেছেন, দেশটির ভিতর থেকে তদন্তকারীদের সহযোগিতায় ঘাটতি রয়েছে। আইসিসির তিন বিচারকের বেঞ্চ সর্বসম্মত রায়ে বলেছেন, এ ধরনের তদন্ত ন্যায়বিচারের স্বার্থে কোনো কাজে আসবে না। এ রায়ের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে বড় এক আন্তর্জাতিক বিজয় হিসেবে দেখছেন। তবে এ রায়ের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসুদার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যুদ্ধাপরাধ ঘটিয়েছে এমন তদন্তের আবেদন করেছিলেন তিনি। ধারণা করা হয়, এ আবেদনের কারণে তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ