মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মানুষের বেঁচে থাকার জন্য কফির প্রয়োজন নেই বলে ঘোষণা দেয়ার পর সুইজারল্যান্ডের সরকার দেশটিতে কফির জরুরিভিত্তিতে সংরক্ষণ বন্ধ করতে চাচ্ছে। একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। কফির ঘাটতি দেখা দিতে পারে বলে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি জরুরিভিত্তিতে কফি সংরক্ষণ শুরু করে সুইজারল্যান্ড। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় বা মহামারীর কারণে এটার সংরক্ষণ অব্যাহত ছিল পরবর্তী দশকগুলোতেও। আগামী ২০২২ সালের মধ্যে কফি সংরক্ষণের অবসান ঘটাতে চায় সুইস সরকার কিন্তু এতে বাধ সাধছে বিরোধী দল। বর্তমানে দেশটিতে ১৫ হাজার ৩০০ টন কফি সংরক্ষিত আছে। এতে দেশটির জনগণের তিন মাসের চাহিদা পূরণ হবে। দেশটির সরকারের মতে মানুষের জন্য কফিতে প্রয়োজনীয় কিছু নেই। তাই এটি জরুরিভিত্তিতে সংরক্ষণ করার প্রয়োজন নেই। ফেডারেল অফিস ফর ন্যাশনাল ইকোনোমিক সাপ্লাই বলছে, কফিতে কোনও ক্যালোরি নেই। এছাড়া শরীরের পুষ্টিবিধানে এর কোনও অবদান নেই। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।