Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসন্তকালীন অভিযানের ঘোষণা তালেবানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৭ এএম

বসন্তকালীন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে তালেবানরা, যদিও তারা বলেছে যে যুক্তরাষ্ট্র তাদের ১৫ জন সিনিয়র নেতার উপর থেকে সফরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যাতে শান্তি আলোচনাকে আরও এগিয়ে নেয়া যায়। এই ঘোষণা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, যদিও শান্তি চুক্তিতে অগ্রগতি অর্জিত হয়েছে এবং তালেবান প্রতিনিধিরা আফগান সরকারের কর্মকর্তাদের সাথে শিগগিরই একসাথে বসতে পারেন, এরপরও দেশের সব জায়গায় হামলার তীব্রতা আরও বাড়তে যাচ্ছে। সা¤প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা আরো বেড়েছে কারণ আফগানিস্তানের সর্বত্র আবহাওয়া উষ্ণ হতে শুরু করেছে। এই সব হামলায় প্রতিদিনই হয়তো কয়েক ডজন মানুষ নিহত হবে। গত মাসে আফগান সরকার তালেবানদের চেয়ে আগ বাড়িয়ে তাদের নিজেদের বসন্তকালীন অভিযানের ঘোষণা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ওই ঘোষণা দেয় তারা। আমেরিকানরা এককভাবে তালেবানদের সাথে আলোচনার সিদ্ধান্ত নেয়ায় প্রেসিডেন্ট আশরাফ গনি এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ